নাসিরনগরে দীঘির পানিতে ভেসে উঠলো বৃদ্ধের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়া, 25 October 2022, 98 বার পড়া হয়েছে,

নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের মন্দিরের দীঘি থেকে যদু গোপাল পাল (৭০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার ফান্দাউক ইস্কন মন্দিরের উত্তর পশ্চিম পাশের দিঘী থেকে ভাসমান অবস্থায় ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। যদু গোপাল পাল উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গ্রামের মৃত জগৎ চন্দ্র পালের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাত ৮টা থেকে যদু গোপাল পাল নিখোঁজ ছিলেন। তাকে অনেক খোজাখুজি করেও পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার যদু গোপাল পালের লাশ তার বাড়ির পাশ্ববর্তী ইস্কন মন্দিরের উত্তর পশ্চিম পাশের দিঘীর পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে সংবাদ দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করেন।

তবে ধারনা করা হচ্ছে, যদু গোপাল পাল প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় সিত্রাং এর কবলে পড়ে দিঘীর পানিতে ডুবে মৃত্যু বরন করেছেন।

নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইস্কন মন্দিরের দিঘী থেকে ভাসমান অবস্থায় ওই বৃদ্ধের লাশ উদ্ধার করেছি। ওই বৃদ্ধ পানিতে ডুবে নাকি অন্য কোন কারণে মারা গেছে ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না।