সারাদেশে উৎসবের আমেজে চলছে ধান কাটা

সারাদেশ, 17 November 2021, 352 বার পড়া হয়েছে,

সারাদেশে উৎসবের মধ্য দিয়ে শুরু হয়েছে ধান কাটা। লক্ষ্যমাত্রার চেয়ে আমন ধানের উৎপাদন বেশি হওয়ায় খুশি কৃষকেরা।

এরই মধ্যে উত্তরাঞ্চলে ৩০ শতাংশ ধান কাটা শেষ হয়েছে। তবে, এর কোন প্রভাবই পড়েনি চালের বাজারে। উল্টো চালের দাম বেড়েছে কেজি প্রতি দুই থেকে তিন টাকা।

ধানের জেলা দিনাজপুরে ৭ই নভেম্বর থেকে আমন মৌসুমের ধান কাটা শুরু হয়েছে। এ পর্যন্ত জেলায় ধান কাটা হয়েছে তিন শতাংশ। বাকি রয়েছে ৯৭ শতাংশ।

কৃষকেরা জানান, প্রতি বস্তা ধান বিক্রি হচ্ছে দুই হাজার থেকে একুশশোটাকায়। এবার ধানের ভালো দাম পেয়ে খুশি তারা।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক খালেদুররহমান জানালেন, এবার ধানের ফলনও ভালো হয়েছে। এতে লাভবান হবে কৃষকরা।

চাঁপাইনবাবগঞ্জে এ বছর ৫৩ হাজার ২৫০ হেক্টর জমিতে আমন রোপন করা হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় প্রতি বিঘায় গড়ে ১৬ থেকে ২০ মণ ধান উৎপাদন হয়েছে।

তবে দাম নিয়ে খুশি নয় চাষিরা। তাদের দাবি, মহামারীর কারণে এবার ধানের উৎপাদন খরচ বেড়ে গেছে অনেকটাই। ধানের দাম পাওয়া না গেলে ক্ষতির মুখে পড়বেন তারা।

নাটোরে ৭২ হাজার ৬৩০ হেক্টর জমিতে, ২ লাখ ৩৯ হাজার ৬৮০ মেট্রিক টনধান উৎপাদন হয়েছে। যা লক্ষমাত্রার চেয়ে ৪৯ হাজার ৮৯৫টন বেশি।

এরই মধ্যে ৩০ শতাংশ জমির ধান কাটা ও মাড়াই শেষ হয়েছে। তবে এর কোন প্রভাবইপড়েনি চালের বাজারে।

উল্টো মোকামগুলোতে চালের দাম বেড়েছে কেজি প্রতি দুই থেকে তিন টাকা। ব্যবসায়ী সিন্ডিকেটই চালের দাম বাড়িয়েছে বলে অভিযোগ করেছেন ক্রেতাদের।