
গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1425112 বার পড়া হয়েছে,
নিজস্ব প্রতিবেদক : দেশে অব্যাহত ধর্ষণ ও নিপীড়নের বিচারের দাবিতে, ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে, জেলা সেচ্ছাসেবী বৃন্দ। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট নারী সংগঠক কোহিনূর আক্তার প্রিয়ার সভাপতিত্বে ও আবদুল মতিন শিপনের সঞ্চালনায় সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে সারাদেশে খুন ধর্ষণসহ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা বেড়েই চলেছে। দেশব্যাপী এসব সহিংসতা বন্ধে বক্তারা আইনের শাসন বাস্তবায়নের পাশাপাশি, কঠোর আইন প্রয়োগের দাবি জানান।