ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন স্থান থেকে ৪৭৩ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার 

ব্রাহ্মণবাড়িয়া, 29 March 2024, 28 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : র‌্যাব-৯, মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থান থেকে ৪৭৩ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল শুক্রবার ২৯ মার্চ মধ্য রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন এলাকায় অভিযান
পরিচালনা করে ২৭৫ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজাসহ ২ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, জাহিদুল ইসলাম জাফর (৩৮), এবং নিশাদ(২৪), উভয় আসামিদের বাড়ি সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন কুড্ডা গ্রামে।
এছাড়া একেই দিনের অপর আরেকটি অভিযানে র‌্যাব-৯, সিপিসি-১, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুপুর আনুমানিক ২:৩০ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ১৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার পূর্বক ৩ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, মোঃ নুর জামাল (২২), মোঃ শাহিন মিয়া শান্ত (১৯), উভয় সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা  এবং মোঃ রাজু আহম্মেদ (২৩), নওগাঁ জেলার চন্ডিপুর উপজেলার বাসিন্দা।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত সংশিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া জানান, মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।