শাহপরান রিপন : চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের রায়শ্রী গ্রামের বাসিন্দা প্রকৌশলী জহিরুল হক গত ১১ আগস্ট বুধবার এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে এলাকার সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। মরহুম প্রকৌশলী জহিরুল হকের নামাজের জানাযা তার প্রতিষ্ঠিত আব্দুল মজিদ স্কুল এন্ড কলেজের মাঠে ১৩ আগস্ট অনুষ্ঠিত হয়। উক্ত জানাযায় শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক ও বর্তমান চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাঁর সহকর্মী, এলাকাবাসী, আত্মীয়-স্বজন, সহকর্মী, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ হাজার হাজার মানুষ অংশগ্রহন করে শোক প্রকাশ করেন। জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
জানাযার পূর্বে এক সংক্ষিপ্ত সমাবেশে শাহরাস্তি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা আবুল হোসাইন, চাঁদপুরের দক্ষিণ কচুয়া ও শাহরাস্তির উপজেলা পরিষদের বর্তমান ও সাবেক চেয়ারম্যান সহ এলাকার বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। বক্তারা বলেন-“প্রকৌশলী জহিরুল হক ছিলেন একজন শিক্ষানুরাগী, মানবদরদী ও সামাজিক কর্মকান্ডের কিংবদন্তী। তিনি তার প্রতিষ্ঠিত বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের ও উন্নয়নমূলক কর্মকান্ডের জন্য যুগ যুগ ধরে মানুষের মাঝে বেঁচে থাকবেন।
উল্লেখ্য মরহুম জহিরুল হক সর্বশেষ সহকারী জেলা প্রকৌশলী হিসাবে তার কর্মজীবন থেকে অবসর গ্রহন করেন।
জনাব হক ব্যক্তিগত চেষ্টায় নিজ এলাকার মানুষের সন্তানদের শিক্ষার সুযোগ তৈরি করে দিতে এলাকায় আব্দুল মজিদ স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করে। তিনি ছিলেন, ঐ প্রতিষ্ঠানের সভাপতি। তাছাড়াও আব্দুল মজিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান,কুমিল্লা মডার্ন হসপিটালের পরিচালক,রায়শ্রী কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, রায়শ্রী হাফেজি মাদ্রাসা,রায়শ্রী উত্তর পাড়া জামে মসজিদসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় সারাজীবন কাজ করে গেছেন।
উল্লেখ্য, মরহুম জহিরুল হক চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তরপাড়া বেপারী বাড়িতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬১ সালে ১ জানুয়ারি জন্মগ্রহন করেন। তার পিতা মরহুম মৌলভী আব্দুল মজিদ ছিলেন, শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নে অবস্থিত উনকিলা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক ও ঐতিহ্যবাহী রায়শ্রী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের ঈমাম।