ব্রাহ্মণবাড়িয়ায় নানান আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত

ব্রাহ্মণবাড়িয়া, 16 December 2022, 82 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হচ্ছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩৩ বার তোপধ্বনির মধ্যে দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।

শহরের ফারুকী পার্কস্থ স্মৃতিসৌধে প্রথমেই শ্রদ্ধা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

পরে জেলা প্রশাসক মোহাম্মদ শাহগীর আলমের নেতৃত্বে জেলা প্রশাসন ও পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেনের নেতৃত্বে জেলা পুলিশ, জেলা পরিষদসহ আওয়ামীলীগ, পৌরসভা, প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানান।

এরপর নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে মনোজ্ঞ কুচকাওয়াজ ও শারীরিক ডিসপ্লে প্রদর্শন করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি নেয়া হয়েছে।