আন্তর্জাতিক নার্স দিবস আজ

সারাদেশ, 14 May 2022, 127 বার পড়া হয়েছে,

মো. রুহুল আমিন : আজ পালিত হলো আন্তর্জাতিক নার্স দিবস। এবছর এই দিবসে প্রতিপাদ্য হচ্ছে “স্বাস্থ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নার্স নেতৃত্বের বিকল্প নেই – বিশ্ব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সিং খাতে বিনিয়োগ বাড়ান ও নার্সদের অধিকার সংরক্ষণ করুন।

আমাদের দেশে যেকোন রোগীর নিকট ডাক্তারের পরেই নার্সগন অনেক বেশি সমাদৃত। তবে উন্নত বিশ্বে ডাক্তারের চেয়েও নার্সরা বেশি সমাদৃত। এর পিছনে কারন হচ্ছে নার্সের সেবা পেয়ে রোগীরা অর্ধেক সুস্থ হয়ে যান। আজ আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে আমরাও আহ্বান করবো বিশ্ব তথা আমাদের দেশের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সিং খাতে বিনিয়োগ বাড়ান ও নার্সদের অধিকার সংরক্ষণ করুন।

ছবিতে দেশের প্রত্যান্ত অঞ্চলের তৃণমূল পর্যায়ে কাজ করা অর্পনা রাণী দাস নামের একজন নার্সকে আমরা দেখছি। তিনি নার্স হিসাবে বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা বরগুনার পাথর ঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছেন। বরগুনার পাথর ঘাটা উপজেলাটি বঙ্গোপসাগরের পেটের ভিতর অবস্থিত। প্রতি বছর বর্ষা মৌসুমে ঝড়-বৃষ্টির সময় অনেক সময়েই ঐ উপজেলার বেশিরভাগ অংশ সমুদ্রের লোনা পানিতে তলিয়ে যায়। নেই সুপেয় নিরাপদ পানির ব্যবস্থা। এলাকার ৮৫ ভাগ মানুষ মৎসজীবী। অধিকাংশ মানুষ দিন এনে দিনে খায়। তাই এখানে স্বাভাবিক জীবন যাপন করা অনেক কষ্টসাধ্য ব্যাপার। এই এলাকায় কোন সরকারি কর্মকর্তার পোস্টিং হলে দ্রুত অন্যত্র বদলী হয়ে চলে যান কেউই এখানে বেশিদিন কাজ করতে চাননা। কিন্তু অর্পনা রাণী দাস এমন একটি সুবিধা বঞ্চিত জায়গায় বসবাসকারী মানুষের দুঃখ-সুখের অংশীদারী হতে পেরে গর্ববোধ করেন এবং এখানের মানুষের দুঃখ লাগবে কাজ করতে ভালোবাসেন। তিনি ঐ এলাকার মানুষের সাথে নিজেকে মানিয়ে নিয়েছেন আর তার বিনিময়ে তিনি এলাকার মানুষের বিপুল ভালোবাসা কুড়িয়েছেন। তার কাছে যার দাম মহা মূল্যবান। তিনি সারা জীবন এভাবে নিজেকে বিলিয়ে দিতে চান। আমরা নার্স অর্পনা রাণীর এই মানসিকতার জন্য তাকে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেই সাথে আজকের এইদিনে অর্থাৎ নার্সিং খাতে বিনিয়োগ বাড়িয়ে তাদের অধিকার সংরক্ষণের ব্যবস্থা নেয়ার প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। কারন স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় শক্তিশালী করতে নার্সদের নেতৃত্বের বিকল্প কিছু নেই।