ব্রাহ্মণবাড়িয়ায় করোনা রোগী শনাক্ত পাঁচ হাজার ছাড়াল

ব্রাহ্মণবাড়িয়া, 15 July 2021, 433 বার পড়া হয়েছে,

গত বছরের জুলাইয়ে করোনা শনাক্ত হয়েছিল ৯৫১ জনের। আর চলতি জুলাইয়ের প্রথম ১৪ দিনেই করোনা শনাক্ত হয়েছে ৯৩৭ জনের। এ মাসের প্রথম ১৪ দিনে করোনায় সংক্রমিত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ প্রতিদিন গড়ে একজনের মৃত্যু হয়েছে। এ চিত্রই বলছে, ব্রাহ্মণবাড়িয়ায় করোনো পরিস্থিতি এখন কতটা নাজুক।

গত ২৪ ঘণ্টায় ব্রাহ্মণবাড়িয়ায় ৪৩০টি নমুনা পরীক্ষায় ১৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪২ দশমিক ৩২। নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে নবীনগর উপজেলায় ৬০ জন এবং সদর উপজেলার ৪৫ জন। এর বাইরে কসবায় ৩৭ জন, সরাইলে ১ জন, আশুগঞ্জে ৭ জন, নাসিরনগরে ৩ জন, বিজয়নগরে ৪ জন ও বাঞ্ছারামপুরে ২৫ জন। নতুন ১৮২ জন নিয়ে জেলায় শনাক্ত করোনা রোগীর সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে (মোট ৫ হাজার ১৫২ জন)।

সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, জেলায় এ পর্যন্ত শনাক্ত ৫ হাজার ১৫২ জনের মধ্যে ৩ হাজার ৯৩১ জন সুস্থ হয়েছেন। করোনায় সংক্রমিত হয়ে এ পর্যন্ত জেলায় ৭৬ জন মারা গেছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সদর উপজেলার এক বৃদ্ধ (৭২) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

জেলায় করোনা চিকিৎসার অবস্থা নাজুক। ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ড রয়েছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত সেখানে ৫১ জন করোনার রোগী ভর্তি ছিলেন। হাসপাতালে উচ্চতর মাত্রার অক্সিজেন সুবিধা নেই। হাসপাতালে ভেন্টিলেটর, কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহব্যবস্থা, হাই ফ্লো নাজাল ক্যানুলা, আইসিইউ শয্যা এসবের কিছুই নেই। গত সোমবার ১০ শয্যার আইসিইউ চালুর জন্য স্বাস্থ্য বিভাগের সচিবের কাছে চিঠি দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, সবাইকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। তা না হলে জেলায় করোনা পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

– সূত্র প্রথম আলো।