
গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1832487 বার পড়া হয়েছে,
শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ০৭ (সাত) কেজী গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। সোমবার (২০ কক্টোবর) সকালে সদর থানার সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
আটককৃত দুই মাদক কারবারি হলেন — কবির হোসেন (২৮) ও মোসাঃ আরিফা আক্তার (৩০) কবির হোসেন ও আরিফা আক্তার উভয় জেলার আখাউড়া থানার রাণীখার পূর্বপাড়া সৈয়দ বাড়ির মৃত খুরশিদ আলমের ছেলে ও মেয়ে। যারা সম্পর্কে ভাই ও বোন।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি রতেপ চন্দ্র দাশ জানান, আটকৃত আসামিদের বিরুদ্ধে অপরাধ অনুযায়ী আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।