মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফুটবল খেলায় বাঁধা দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঘণ্টা-ব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ জন আহত হয়।
মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার চাপরতলা ইউনিয়নের চাপরতলা গ্রামে মালেক মিয়া ও ইউসুফ মিয়ার পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদেরকে স্থানীয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে চাপরতলা গ্রামে ১০ থেকে ১৫ জন ছেলে ফুটবল খেলা খেলছিল। খেলার সময় ফুটবলটি পার্শ্ববর্তী মসজিদের অজুখানার ভিতরে পড়ে একটি পানির ট্যাপ ভেঙ্গে যায়। এ সময় ইউসুফ ক্ষুব্ধ হয়ে মালেকের ভাগিনাকে ফুটবল খেলতে বারণ করে ধমক দিয়ে চড় থাপ্পড় দেয়। পরে মালেকের লোকজন এসে ইউসুফের লোকজনদের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ খাইরুল আলম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগতব্যবস্থা নেয়া হবে।