নবীনগরে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬-টি গরু ও ১-টি খাসি পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া, 13 December 2024, 23 বার পড়া হয়েছে,
সৈয়দ মো. আকবর,নবীনগর থেকে : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার ভোরে গরুর গোয়াল ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৬টি গরু এবং একটি খাসি পুড়ে ছাই হয়ে গেছে। এতে কমপক্ষে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আরও দুটি গরু মারাত্মক ভাবে পুড়ে গেছে। এই ঘটনাটি ঘটেছে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বালুয়াটি গ্রামে। এতে ক্ষতিগ্রস্ত কৃষক বেদন মিয়া (৫৫) দিশেহারা হয়ে গেছে।
জানা গেছে বালুয়াহাটি গ্রামের মৃত আবদুল খালেক দেওয়ান আলীর ছেলে বেদন মিয়ার গরুর গোয়াল ঘরে ভোর পৌনে ছয়টার দিকে আগুন লাগে। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে অনুমান করা হচ্ছে। ভোরের  এক পথচারী ডাকশুনে আশপাশের বাড়ির  লোকজন এবং গ্রামের শতাধিক নারীপুরুষ মিলে আগুন নিভাতে ঝাপিয়ে পড়ে। ততক্ষণে ছয়টি  গরু এবং একটি খাসি পুড়ে ছাই হয়ে গেছে। গোয়াল ঘরে মোট আটি গরু ছিল। এর মধ্যে তিনটি গাভী তিনটি ষাড় দুইটি বাছুরও একটি খাসি ছিল। গোয়াল ঘরটিও সম্পূর্ণ পুড়ে গেছে। এতে কমপক্ষে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে লোকজন জানান। ক্ষতিগ্রস্ত কৃষক বেদন মিয়া বার বার মূর্ছা যাচ্ছে।