আলাউদ্দিন ভূইয়া,কসবা : নারীকে ক্ষমতায়ন করার লক্ষ্যে হার পাওয়ার প্রজেক্ট এর মাধ্যমে কম্পিউটার প্রশিক্ষণের অংশ হিসেবে আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসা কম্পিউটার ল্যাবরেটরিতে অনুষ্ঠিত উইমেন ই-কমার্স কোর্সের চলমান ১০০ তম ক্লাশের শিখন কার্যক্রমের মূল্যায়ন ও পর্যবেক্ষণ করেন, উপজেলা নির্বাহী অফিসার, কসবা, মুহাম্মদ শাহরিয়ার মুক্তার।
মঙ্গলবার বেলা ১টায় ওই কেন্দ্রে ২৪ জন নারীর হাতে-কলমে গৃহিত প্রশিক্ষণের মূল্যায়নে তিনি সন্তোষ প্রকাশ করেন।
ওই সময় ল্যাবে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার জায়েদ হোসেন, আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক শেখ মোঃ কামাল উদ্দিন, প্রশিক্ষক কামরুল হাসান ও উপজেলা আইসিটি ফিল্ড অফিসার মোঃ সেলিম।
উপজেলা নির্বাহী অফিসার প্রশিণার্থীদের সাথে মতবিনিময় কালে এর অগ্রগতি জানতে চাইলে ই-কমার্সের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের ক্যারিয়ার উন্নত হওয়ার জন্য এর প্রয়োজনীয়তা উপলব্দি করেন।
ওই সময় অংশগ্রহণকারীগণ উপজেলা নির্বাহী অফিসারকে তাদের পারফর্মেন্স প্রদর্শন করেন।
এ কার্যক্রমে আড়াইবাড়ী ইসালামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার আইসিটি প্রভাষক আলাউদ্দিন ভূইয়া সার্বিক সহযোগিতা করেন।