মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গোপনগাও সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে একজন কুখ্যাত মাদক ব্যবায়ীকে দেশীয় অস্ত্র, মাদক, ল্যাপটপ, ট্যাব, মোবাইল, পাসপোর্ট ও নগদ অর্থসহ আটক করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গোপনগাও সেনাবাহিনীর নেতৃত্বে ১০ অক্টোবর যৌথ বাহিনীর অভিযানে রাত আনুমানিক ১২.৫০ ঘটিকায় একজন কুখ্যাত মাদক ব্যবসায়ীর অবস্থান সম্পর্কে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে, গোপনগাও সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী নূর মোহাম্মদ (৩৮) পিতাঃ আব্দুল মান্নান নামক ব্যক্তিকে আটক করা হয়। এবং তার কাছ থেকে ৩ টি দেশীয় অস্ত্র, ৫০৪ পিস ইয়াবা ট্যাবলেট, ১ টি খোড়, ২ টি ল্যাপটপ, ৪ টি ট্যাব, ১৭ টি অ্যান্ড্রয়েড মোবাইল, ২২ টি বাটন মোবাইল, ৪ টি পাসপোর্ট ও নগদ দুই লক্ষ পাঁচ হাজার ছয়শত টাকা উদ্ধার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত ব্যক্তিসহ দ্রব্যসামগ্রী ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য যে, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদেরকে আটক না করা পর্যন্ত যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।