১৩ মাসে পবিত্র কোরআনের হাফেজ হলো ৮ বছরের শিশু মাশেকুর

ব্রাহ্মণবাড়িয়া, 21 May 2025, 32 বার পড়া হয়েছে,

মো. আজহার উদ্দিন,ব্রাহ্মণবাড়িয়া : বয়স মাত্র ৮ বছর, আর কণ্ঠে ধ্বনিত হচ্ছে পবিত্র কোরআনের ৩০ পারা। এই বিস্ময়কর সাফল্যের নাম—হাফেজ মোঃ মাশেকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ধীতপুর গ্রামে অবস্থিত হযরত শাহ জালাল (রহঃ) ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন সুন্নীয়া মাদ্রাসায় মাত্র ১৩ মাসের পাঠ শেষে সে সম্পূর্ণ কোরআন হিফজ করেছে।

মাশেকুর রহমান প্রবাসী মোঃ দুলাল মিয়া ও গৃহিণী মায়ের গর্বিত দ্বিতীয় সন্তান। মাত্র আট বছর বয়সেই পবিত্র কোরআন মুখস্থ করে পরিবারের মুখ উজ্জ্বল করেছে সে। তার এই অল্প সময়ে হাফেজ হয়ে ওঠার পেছনে আছে নিষ্ঠা, অধ্যবসায় এবং শিক্ষক ও পরিবারের অক্লান্ত সহযোগিতা।

চাচা মোঃ বিল্লাল মিয়া আবেগভরে বলেন, “আমার ভাতিজার এই সফলতা শুধু আমাদের পরিবারের নয়, পুরো এলাকার গর্ব। দেশবাসীর কাছে দোয়া চাই, যেন সে বড় হয়ে ইসলাম ও মানবতার সেবায় নিয়োজিত একজন আলোকিত আলেম হয়ে ওঠে।”

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ ক্বারী কামাল উদ্দিন বলেন, “আমরা শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও গভীর মমত্ববোধ দিয়ে শিক্ষা দিয়ে থাকি। মাশেকুরের এই কীর্তি আমাদের মাদ্রাসার অঙ্গনে নতুন প্রেরণা এনে দিয়েছে।”

২০২২ সালের জানুয়ারি মাসে যাত্রা শুরু করা এই মাদ্রাসায় বর্তমানে আবাসিক ও ডে কেয়ার ব্যবস্থায় ৯৫ জন শিক্ষার্থী হিফজ ও নূরানী বিভাগে পাঠ গ্রহণ করছে। পাঠদান পর্যবেক্ষণে রয়েছে সার্বক্ষণিক সিসিটিভি মনিটরিং, দায়িত্বে আছেন পাঁচজন দক্ষ শিক্ষক। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ইতিমধ্যে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে অর্জন করেছে স্বর্ণপদক ও শ্রেষ্ঠত্বের স্বীকৃতি।

শিশু হাফেজ মাশেকুর রহমান এখন শুধু একটি নাম নয়, এটি এক অনুপ্রেরণার গল্প—যেখানে স্বপ্ন, সাধনা ও আল্লাহর অনুগ্রহ একসাথে মিলে সৃষ্টি করেছে এক উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা।