
মো. আজহার উদ্দিন,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৫ মার্চ) সকালে ৫০ শয্যাবিশিষ্ট আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতাল) ওই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা সরকারি কমিশনার (ভূমি) মো. ফয়সাল উদ্দিন।
এসময় উপজেলা স্থাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ হিমেল খান, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. লুতফুর রহমান উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ১৫ থেকে ১৯ জুন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল ভিটামিন ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। স্বাস্থ্য বিধি মেনে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে উল্লিখিত শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহবান জানানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোঃ মোশারফ হোসেন জানায়, পৌর শহরসহ উপজেলায় ২৫ হাজার ৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এরমধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশু ২ হাজার ৯ শত ৯৪ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশু ২২ হাজার ৪ শত ৩৩ জন রয়েছে।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পযর্ন্ত পৌর শহরসহ উপজেলার ৫ টি ইউনিয়নে ১২০ টি অস্থায়ী ও ১টি স্থায়ী কেন্দ্রের মাধ্যমে শিশুদেরকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।