ব্রাহ্মণবাড়িয়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন  উদ্বোধন 

ব্রাহ্মণবাড়িয়া, 12 December 2023, 54 বার পড়া হয়েছে,
মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন মঙ্গলবার (১২ ডিসেম্বর) উদ্ধোধন করা হয়েছে।
সিভিল সার্জন ডাঃ একরামুল্লাহ ব্রাহ্মণবাড়িয়া
শহরের মৌড়াইল সাহেরা গফুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করেন।
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর আওতায় মঙ্গলবার ১২ ডিসেম্বর জেলার ৯ উপজেলার ৩০৬ টি ওয়ার্ডে ২ হাজার ৪৩৩ টি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কার্যক্রম চলবে। এর মধ্যে ৬ -১১ মাস বয়সী ৫৫ হাজার ২৬৫ জন শিশুকে ১ টি করে নীল এবং ১২- ৫৯ মাস বয়সী ৪ লাখ ৬২ হাজার ২৮৯ শিশুকে ১টি করে লাল টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ।
উল্লেখ্য অন্ধত্ব প্রতিরোধ সহ স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করতে বছরে ২ বার এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।