শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের মিলনায়তন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় লিখিত বক্তব্য পাঠ করেন অন্নদা উৎসবের আহ্বায়ক ও ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. আবু সাঈদ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, অন্নদা উৎসবে অংশ নিতে বিদ্যালয়ের প্রায় ২ হাজারের বেশি প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। দীর্ঘ কয়েক মাস চেষ্টা চালিয়ে ১৯৫৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত এসএসসি পাস করা শিক্ষার্থীরা অন্নদা উৎসবে অংশ নিচ্ছেন। উৎসবকে সফলভাবে সম্পন্ন করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের অনুমতি নেওয়া হয়েছে।
তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মো. মনির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আবেশের সভাপতি মো. ছগীর আহমেদ, আবেশের সাধারণ সম্পাদক খাইরুল ইমাম শামীম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্য সচিব জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, প্রচার উপকমিটির সিনিয়র সদস্য সৈয়দ মো. আকরাম ও উদযাপন পরিষদের সদস্য আশরাফ উদ্দিন পিকু, মো. আল-মামুন, নিহার রঞ্জন সরকার, মাতিন আহমেদ।