
সোমবার (৫ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে।
বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন আখাউড়া থানার ওসি ছমিউদ্দিন। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ধরখার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রকিব মিয়া (১৯) স্থানীয় মানিক ভান্ডারী ও রিনা বেগমের ছেলে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল রাতে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ঘোলখার গ্রামে এ ঘটনা ঘটে। ওই দিন কিশোরীকে (১৬) একা ঘরে থাকা অবস্থায় প্রতিবেশী রকিব মিয়া তাকে ধর্ষণ করে। পরে সকাল ৮টার দিকে কিশোরীর মা-বাবা জরুরি কাজে ঢাকায় যান। রাত পৌনে ১২টার দিকে তারা বাড়ি ফিরে দেখেন ঘরের দরজা হালকা খোলা। পরে ভেতরে প্রবেশ করে রকিব মিয়াকে কিশোরীর সঙ্গে অপ্রীতিকর অবস্থায় দেখতে পান। ওই সময় রকিব পালিয়ে যায়। পরে কিশোরীর কাছ থেকে বিস্তারিত জেনে আখাউড়া থানায় ধর্ষণের মামলা দায়ের করেন কিশোরীর বাবা।
মামলার প্রেক্ষাপটে ধরখার পুলিশ ফাঁড়ির একটি টিম গোপন সূত্রের ভিত্তিতে রকিব মিয়াকে ধরখার এলাকা থেকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রকিব তার অপরাধ স্বীকার করেছে।
আখাউড়া থানার ওসি ছমিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রকিবকে গ্রেফতার করা হয়। আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।