মাহফিলে বক্তারা বলেন দীর্ঘ ২৭ বছর ধরে জেলা নাগরিক কমিটি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্তরের নাগরিকদের ঐক্যবদ্ধ করে নানান সামাজিক সমস্যা সমাধানের চেষ্টা করে আসছে। পাশাপাশি গরীব অসহায় মানুষের কল্যাণে কাজ করছে। এরই ধারাবাহিকতায় আজকে এতিম শিশুদের নিয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করেছে। বক্তারা সংগঠনের কার্যক্রম গতিশীল করতে ও এগিয়ে নিতে চিকিৎসক, সাংবাদিক, ব্যবসায়ী বিত্তবান, সহ সমাজের সকল শ্রেণী পেশার দায়িত্বশীল ব্যক্তিদের সংগঠনে অন্তর্ভুক্ত করার উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া বক্তারা সংগঠনের প্রাতিষ্ঠানিক কার্যক্রম জোরদারের উপর জোর দেন। বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া একদিকে যেমন শিক্ষা শিল্প সাহিত্য সংস্কৃতির রাজধানী তেমনি আলেম ওলামার শহরও বটে। সকল ক্ষেত্রেই এই ব্রাহ্মণবাড়িয়ার এক সোনালি ঐতিহ্য রয়েছে। তবে যুগের সাথে তাল মিলিয়ে মানুষের নৈতিকতা, সামাজিক মূল্যবোধ গুণাবলি খুব দ্রুত লোপ পাচ্ছে। সেখানে জায়গা করে নিচ্ছে ঘুষ, দুর্নীতি, ধর্ষণ, ছিনতাই রাহাজানির মতো অপরাধ। বক্তারা এসব অপরাধ নির্মূল করতে সমাজে ধর্মীয় শিক্ষা প্রচার প্রসারের উপর জোর দেন। মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মতিন। দোয়ায় ইজরায়েলের গনহত্যার শিকার গাজার নিরজাতিত মুসলমান সহ দেশ ও বিশ্বের শান্তি কামনা করে প্রার্থনা করা হয়।