মো. রুবেল মিয়া : “এসো নবীন দলে দলে, ছাত্রদলের পতাকা তলে” এই স্লোগানকে সামনে রেখে উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা, সন্ত্রাস-মাদক মুক্ত ক্যাম্পাস বিনির্মাণ, সাধারণ ছাত্র-ছাত্রীদের আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতির গুণগত ও কাঠামোগত পরিবর্তনের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারেক রহমানের বার্তা নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক টিম সফর করেছে সারাইল উপজেলায়।
সোমবার (১৮ই নভেম্বর) দুপুরে সরাইল সরকারি কলেজ ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন তারা। এ সময় উপস্থিত শিক্ষার্থীদের মাঝে খাতা ও কলম বিতরণ করা হয়। মতবিনিময়কালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামীর রাষ্ট্র গঠনের ৩১ দফা সম্বলিত লিফলেট শিক্ষার্থীদের মাঝে বিতরণ করে ছাত্রদলের সাংগঠনিক টিমের নেতৃবৃন্দরা।
ছাত্রদলের সাংগঠনিক টিমের নেতৃবৃন্দরা মতবিনিময়কালে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম ফখরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হোসাইন (মাসুদ রানা)।এতে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী, যুগ্ম আহ্বায়ক সাজেদুল হক সানি, সাবেক দপ্তর সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইয়াসিন রাজ প্রমুখ।