সোমবার দুপুরের দিকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে ভারতে যাওয়ার চেষ্টাকালে তাকে আটক করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সন্ধ্যা ৭টায় তাকে আখাউড়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মেশিন মানিক ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামের মো. মোখলেছুর রহমানের ছেলে।
গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর দেহরক্ষী পিএস মানিক পালিয়ে বেড়াচ্ছিল।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ খায়রুল আলম সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর দেহরক্ষী পিএস মানিক। তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকায় বহির্গমনরোধ করে আখাউড়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।