প্রবাসী ডেস্ক : দশ-ই মহররম কারবালার শাহাদাত দিবসকে মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস এবং সমগ্র মানবতার মুক্তির মহা শাহাদাত দিবস হিসাবে পালনের আহবানে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভ্যুলেশন পর্তুগাল এক একাডেমিক কনফারেন্স ও সালাতুসালাম মাহফিলের আয়োজন করেছে। গত সোমবার রাজধানী লিসবনের একটি রেস্টুরেন্টে আয়োজিত এ কনফারেন্সে সভাপতিত্ত করেন সংঘটনের সভাপতি জনাব সোহাগ মুন্সী। রাকিবুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন এম আল আমীন, নাজিম উদ্দিন, আবির আহমেদ, মাওলানা নাজিম ঊদ্দিন, মাওলানা ফখরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, আমান উল্লাহ প্রমুখ।
বক্তাগন, কুফর-জুলুম-মুলুকিয়তের গ্রাস থেকে ঈমান-দ্বীন-জীবন-স্বাধীনতা রক্ষায় নূরে রেসালাত প্রাণপ্রিয় আহলে বায়েতের শাহাদাত দিবসকে নিছক আশুরা হিসাবে নয়, বরং মিল্লাতের জাতীয় শহীদ দিবস হিসাবে পালনের আহবান জানান।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা ইকবাল চৌধুরী, লিসবন বিশ্ববিদ্যালয়ের গবেষক জহুরুল ইসলাম মুন, মোজাক্কির চৌধুরী ফয়সাল, নুসরাত আখি, তানিয়া তানজিম, মেহেদী হাসান মানিক, মাহদী ইসলাম জয় সহ আরও অনেকে।