মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা থেকেে একাধিক মামলার ১জন পলাতক চাঞ্চল্যকর অপরাধীকে অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেফতার করেছে র্যাব-৯।
র্যাব-৯, সিলেট, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিলেট, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গত ৭ ডিসম্বর আনুমানিক ২২:৫০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়ার সদর এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর একজন অপরাধী ও একাধিক মামলার পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ সময় গ্রেফতারকৃত আসামীর নিকট হতে ৩টি বিদশী পিস্তল, ৪ রাউন্ড গুলি, ১টি রামদা, ৩ বোতল ফেনসিডিল ও ১টি মোবাইল ফোন পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামী শাকিল ওরফে লায়ন শাকিল (৩৪), ব্রাহ্মণবাড়িয়া সদর পৌরসভার কান্দিপাড়া মাদ্রাসা রোড দুলাল মিয়ার ছেলে।
উল্লখ্য যে , তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার সদর থানায় বিভিন্ন অপরাধের দায়ে একাধিক মামলা রয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্হা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের পর আসামী ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়ার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও, র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।