কসবায় ট্রেনে কাঁটা পড়ে যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া, 10 December 2024, 14 বার পড়া হয়েছে,

অধ্যাপক শেখ কামাল উদ্দিন,বিশেষ প্রতিনিধি : বাংলাদেশের পূর্ব সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চড়নাল এলাকায় কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় জনৈক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর। নিহত ওই যুবকের পরিচয় মেলেনি।

এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী (নিম্নগামী ৪) কর্ণফুলী এক্সপ্রেস ট্টেন সীমান্তবর্তী কসবা পৌরসভার চড়নাল এলাকা অতিক্রম করার পর রেল লাইনে তিন খন্ডে বিভক্ত একটি মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তার হাত ও পা দেহ থেকে বিচ্ছিন্ন দেখা যায়। স্থানীয়রা দ্রত ঘটনাস্থলে এসে মরদেহ ঢেকে রাখেন।  খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
চড়নাল গ্রামের জনৈক বাসিন্দা জানান, “নিহত ব্যক্তি এলাকার পরিচিত কেউ নন। ট্রেনের ধাক্কায় ছিন্ন-বিচ্ছিন্ন লাশটি পড়ে থাকতে দেখা যায়।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন জানান, “নিহত যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।