ব্রাহ্মণবাড়িয়ায় মানবজমিনের রজতজয়ন্তী উদযাপিত

ব্রাহ্মণবাড়িয়া, 16 February 2023, 96 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় পাঠকের নন্দিত দৈনিক মানবজমিনের রজতজয়ন্তী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ এস এম শফিকুল্লাহ।

বিশেষ অতিথি ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হামজা মাহমুদ।

প্রধান অতিথি অধ্যক্ষ এস এম শফিকুল্লাহ তার বক্তৃতায় বলেন, বর্তমান বিশ্বায়নের প্রেক্ষাপটে নানা মুখী চ্যালেঞ্জ অতিক্রম করেই কিন্তু সংবাদপত্র টিকে আছে। এক্ষেত্রে সফলতা অর্জন করেছে মানবজমিন। আর এটি সম্ভব হয়েছে অগনিত মানুষের ভালোবাসার কারনে। মানবজমিন গতানুগতিক সংবাদ পরিবেশন করেনা। মানুষের মনের কথা বলে। আর একারনেই মনে হয় মানুষের ভালোবাসা নিয়ে রজতজয়ন্তী,মাইলফলক অতিক্রম করতে পেরেছে।

ব্রাহ্মণবাড়িয়ার প্রবীন সংবাদপত্র এজেন্ট রেকটোর স্বত্বাধিকারী আশিকুল ইসলামের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী,আ ফ ম কাউসার এমরান ও সাদেকুর রহমান,সাবেক সহ-সভাপতি মো. ইব্রাহিম খান সাদাত,মফিজুর রহমান লিমন,সৈয়দ মো. আকরাম ও বিশিষ্ট সংবাদপত্র এজেন্ট সৈয়দ সালেহ আহমেদের স্বত্বাধিকারী সৈয়দ রিয়্জা আহমেদ অপু প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন শাহিন। পরে কেক কাটা হয়।