ব্রাহ্মণবাড়িয়ার রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি দাবিতে সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়া, 9 October 2021, 544 বার পড়া হয়েছে,
জাকারিয়া জাকির : হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুনরায় সংস্কার ও পূর্ব নির্ধারিত সকল টেনের যাত্রাবিরতি চালু করার দাবিতে আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জেলা নাগরিক ফোরামের উদ্যোগে রেলওয়ে স্টেশনের দুই নং প্লাটফর্মে সংগঠনের সভাপতি সাংবাদিক পিযুষ কান্তি আচার্যের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হোসেন আহমেদ তফসির, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ব্রাহ্মণবাড়িয়ার আহবায়ক সাংবাদিক অ্যাডভোকেট আবদুন নূর, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান লাভলু, জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন সাঈদ, বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল ছিদ্দিকী, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য মোঃ নজরুল ইসলাম, নদী নিরাপত্তা বিষয়ক সামাজিক সংগঠন নোঙর, ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি মোঃ শামিম আহমেদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৬ থেকে ২৮ মার্চ পযন্ত হেফাজতিরা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ব্যাপক তাণ্ডব চালিয়ে স্টেশনের কন্ট্রোল প্যানেল ও সিগন্যাল বোর্ড ভাংচুর করে পুড়িয়ে দেয়। লন্ডভন্ড করে দেয় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনটি।

এরপর থেকে বন্ধ হয়ে যায় রেলওয়ে স্টেশনের কার্যক্রম। বর্তমানে ম্যানুয়েল পদ্ধতিতে কয়েকটি লোকাল ট্রেন ও একটি আন্তঃনগর ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দেয়। এ অবস্থায় জনগনকে বিকল্প স্টেশন আখাউড়া-ভৈরব ও আশুগঞ্জ হয়ে ঢাকা-চট্টগ্রাম-সিলেট যাতায়ত করতে হয়। এতে করে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।