ব্রাহ্মণবাড়িয়ায় নবাগত পুলিশ সুপার হিসেবে এহতেশামুল হকের যোগদান

ব্রাহ্মণবাড়িয়া, 24 December 2024, 17 বার পড়া হয়েছে,
শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলায় নবাগত পুলিশ সুপার হিসেবে এহতেশামুল হক যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেছেন। (২২ ডিসেম্বর) রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার নতুন পুলিশ সুপার হিসেবে তিনি বিদায়ী পুলিশ সুপার (অতিঃ ডি আই জি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ জাবেদুর রহমানের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন।এহতেশামুল হক ২৭ তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন চৌকস কর্মকর্তা। তিনি যশোর জেলার কৃতিসন্তান। ইতোপূর্বে তিনি পুলিশ সুপার হিসাবে পুলিশ হেডকোয়ার্টার্স এবং  পিবিআই, মৌলভীবাজার জেলায় সুনামের সাথে দায়িত্ব পালন করে এসেছেন।যোগদান করে তিনি  ব্রাহ্মণবাড়িয়া জেলার সার্বিক নিরাপত্তা  আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার সকল নাগরিকের সহযোগীতার কামনা করেন।