জাকারিয়া জাকির, জনতার খবর : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের লইসকাবিলে নৌকা ডুবিতে নিহতদের পরিবারকে শোক ও সমবেদনা জানিয়েছেন।
বুধবার (১ সেপ্টেম্বর) তিনি নৌকা ডুবিতে নিহতদের পরিবারকে শোক ও সমবেদনা জানাতে বিজয়নগরে ছুটে যান। তিনি উপজেলার চম্পকনগর ইউনিয়নের জামালপুর গ্রামে জহিরুল হক ভূঁইয়ার বাড়িতে গিয়ে নৌকা ডুবিতে নিহত মেডিকেল ছাত্র আরিফ বিল্লাহর স্বজনদেরকে সমবেদনা জানান। জহিরুল হক ভূঁইয়ার ছেলে আরিফ বিল্লাহ ওরফে মামুন (২০) ঢাকার একটি বে-সরকারি মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। মামুন ওইদিন নৌকা ডুবিতে মারা যান।
পরে তিনি দলীয় কার্যালয়ে গিয়ে নৌকা ডুবিতে নিহতদের স্বজনদের শোক ও সমবেদনা জানান।
এ সময় বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা লুৎফুর রহমান, ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ.এইচ মাহবুব আলম, বিজয়নগর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোকতাদির চৌধুরী এমপি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের স্বজনদের সমবেদনা জানান।
উল্লেখ্য, বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের লইসকা বিলে গত ২৭ আগস্ট শুক্রবার বিকাল ৬টায় নৌকা ডুবিতে ২৩ জন নিহত হন।