শাহরাস্তিতে ২৫ মার্চ গনহত্যা দিবস- ২০২৩ পালন

সারাদেশ, 25 March 2023, 197 বার পড়া হয়েছে,

মোঃ রুহুল আমিন, বিশেষ প্রতিনিধিঃ আজ ভয়াল ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষে শাহরাস্তি উপজেলা প্রশাসন এক আলোচনা সভা আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদ। শনিবার (২৫ মার্চ) বেলা ১১ ঘটিকায় শাহরাস্তি উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের সূর্য সন্তান, ১নং সেক্টর কমান্ডার, বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার-২০১৯ প্রাপ্ত, সাবেক সফল স্বরাষ্ট্র মন্ত্রী, নৌপরিবহন মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং চাঁদপুর (শাহরাস্তি-হাজীগঞ্জ) -৫ আসন থেকে ৪বারের নির্বাচিত সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।

টেলিকনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি বলেন, বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা মুছে দেওয়ার চেষ্টায় ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা শুরু করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস। বাঙালি জাতির জীবনে ১৯৭১ সালের এইদিন শেষে এক বিভীষিকাময় ভয়াল রাত নেমে এসেছিল। আমাদোের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণে উদজীবিত হয়ে বীর বাঙ্গালী জাতি মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে। দীর্ঘ নয় মাস এক রক্তক্ষয়ী যুূদ্ধ শেষে ত্রিশ লাখ মানুষ ও দুই লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পাই একটি স্বাধীন দেশ, স্বাধীন পতাকা। দেশ স্বাধীন হয় কিন্তু স্বাধীনতার মর্যাদা ক্ষুন্ন করতে স্বাধীনতা বিরোধী একটি শক্তি সরকারকে বিব্রত করারমত কাজ করে আসছে। তাদের বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে।

বর্ণিত অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন, সহকারী প্রোগ্রামার মোঃ শাহজাহান।

অনুষ্ঠানে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, শাহরাস্তি মডেল থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান, পল্লী বিদ্যুৎ সমিতি চাঁদপুর -২ এর ডিজিএম মোবারক হোসেন, শাহরাস্তি পৌরসভার মেয়র আলহাজ্ব আবদুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার ও মেহের দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন প্রমুখ।

অনুষ্ঠানে শাহরাস্তি উপজেলার বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা মান্নান বিএসসি সহ মুক্তিযোদ্ধা, শাহরাস্তি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সূধী সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।