বাঞ্ছারামপুরে নিহত ছাত্রদল নেতার বাড়িতে আহাজারি

ব্রাহ্মণবাড়িয়া, 20 November 2022, 71 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা নয়ন মিয়া (২২) পরিবারে চলছে আহাজারি। নিহত নয়ন মিয়া (২২) উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন।

নিহত নয়নের বাড়িতে দলীয় নেতাকর্মীরা সমবেত হয়েছেন। তার বাবা, মা ও স্ত্রীর আহাজারিতে এক হৃদয় বিদারক পরিস্থিতি বিরাজ করছে।

নয়নের বাবা রহমত উল্লাহ বলেন, ‘বিএনপির যত নেতাকর্মী আছে তারা সবাই আবার ছেলে। আমার ছেলে নয়ন হত্যার বিচার চাই। আমার ছেলেকে সরাসরি ঠেকিয়ে পুলিশ গুলি করে নাড়িভুড়ি বের করে ফেলছে। একে বারে জীবন শেষ করে দিয়েছে। সারাবিশ্বে বিএনপির যত নেতাকর্মী আছে তাদের কাছে বিচার চাই, তারা যেন আমার ছেলে হত্যার বিচার করে।

নিহত নয়নের স্ত্রী সানজিদা আক্তার বলেন, ‘আমাকে বিএনপির মিটিংয়ে যাবে বলে বের হয়ে যাচ্ছিলেন তিনি (নয়ন)। এসময় আমার ছেলে কান্নাকাটি করছিল, তখন তিনি বলেছিলেন মজা নিয়ে আসবো আব্বু। বের হয়ে যাওয়ার কিছুক্ষণ পর ফোন আসে, সে গুলিবিদ্ধ হয়েছে। আমি স্বামী ছাড়া হয়েছি, আমার সন্তান পিতা হারা হয়েছে। আমি এই হত্যার বিচার চাই, রক্তের বদলে রক্ত চাই। আমি রাষ্ট্রপতির কাছে বিচার চাই। আপনেরা কি পারবেন আমার স্বামীকে এনে দিতে, আমার সন্তানের পিতাকে এনে দিতে? আমার সন্তানের বাবাকে যে মারছে, তার মায়ের বুক খালি করতে চাই।

উল্লেখ্য, শনিবার (১৯ নভেম্বর) বিকেলে আগামী ২৬ নভেম্বর বিএনপির কুমিল্লা বিভাগীয় মহাসমাবেশ সফল করতে লিফলেট বিতরণকালে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি মো. নয়ন মিয়া গুলিবিদ্ধ হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান। এই ঘটনায় গুরুতর আহত হয় বাঞ্ছারামপুর পৌর যুবদলের আহ্বায়ক ইমান আলি। পাশাপাশি ৬জন পুলিশ সদস্য আহত হওয়ার দাবি করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।