নবীনগরে অনশনে থাকা প্রেমিকার মায়ের অপহরণ মামলা, প্রেমিক সাকিব গেল জেলে

ব্রাহ্মণবাড়িয়া, 4 October 2022, 116 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় ৩য় বারের মতো প্রেমিকের বাড়িতে কিশোরীর অনশনের ঘটনায় প্রেমিক সাকিবুল ইসলাম (সাকিব) (২০) কে গ্রেফতার করেছে পুলিশ।

প্রেমিকা সাদিয়া আক্তারের (১৬) মায়ের করা অপহরণ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

সোমবার (০৩ অক্টোবর) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত সাকিব উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের লাউরফতেহপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। প্রেমিকা সাদিয়া একই গ্রামের মনিরুল ইসলামের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, কিশোরীটি তার প্রেমিকের বাড়িতে অনশনে গেলে তার পরিবারের সদস্যরা থানায় আসেন। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে সেই কিশোরী ও তার প্রেমিক সাকিবুল ইসলামকে পুলিশ থানায় নিয়ে আসে। এই ঘটনায় রোববার রাতে কিশোরীর মা বাদি হয়ে একটি মামলা দিয়েছেন। সেই মামলায় তিনি অভিযোগ করেন তার মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে সাকিব। মামলায় সাকিবকে গ্রেফতার দেখানো হয়েছে। ওই কিশোরীর জবানবন্দি নিতে আদালতে প্রেরণ করা হয়েছে।

তবে প্রেমিক সাকিবের পরিবারের দাবি, ওই কিশোরীর সাথে ৪ বছরের সম্পর্ক সাকিবের। এরআগেও দুই বার সে নিজেই আমাদের বাড়িতে এসেছে। আমরা ও তার পরিবারের সদস্যরা তাকে বুঝিয়ে বাড়িতে পাঠাই। এবারও কিশোরী পরিবারের সদস্যরা একাধিকবার এসে তাকে নিয়ে যেতে চেয়েছে কিন্তু সে যায়নি। পরে স্থানীয় হুজুর দিয়ে তাদের দুজনকে ইসলামী শরীয়া মোতাবেক বিয়ে পড়ানো হয়। তবে মেয়েটি অপ্রাপ্ত বয়স হওয়ায় তাদের কাবিন করানো সম্ভব হয়নি। সাকিবকে মিথ্যা অপহরণ মামলা দিয়ে গ্রেফতার করিয়েছে কিশোরীর মা।

খোঁজ নিয়ে জানা যায়, শনিবার (০১ অক্টোবর) দুপুর থেকে প্রেমিক সাকিবুল ইসলামের বাড়িতে একই গ্রামের এক কিশোরী বিয়ের দাবিতে অনশন করছে। সে এই বছর স্থানীয় একটি স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে৷ এর আগেও দুবার একই দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে ওঠে কিশোরী। সেই সময় কিশোরীর অভিভাবকরা তাকে সাকিবুলের সাথে বিয়ের আশ্বাস দিয়ে তার বাড়িতে নিয়ে গেলেও কোন সমাধান করেননি। -(সরোদ)