নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতা’র উদ্যোগে এক হতদরিদ্র বিধবা’কে খাদ্য সামগ্রিক দেওয়া হয়েছে।
শনিবার (২৩ জুলাই) বিকাল ৪টা সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মঠখলা গ্রামে নেকজান বেগম (৮১) হাতে তোলে দিয়েছেন সামাজিক ও মানবিক সংগঠন ‘মানবতা’।
সংগঠন সূত্রে জানা যায়, নেকজান বেগম স্বামী মারা গেছেন ৪৫ বছর আগে, তিনি বিধবা ভাতা পাননা, বয়স্ক ভাতা কার্ড হয়েছে ৩ মাস হলো। তার উপার্জন করার মত কেউ নাই এক’ছেলে আলাদা থাকে এবং এক মেয়ে বিয়ে দিয়েছে।।
হতদরিদ্র বিধবার নিকট এ সাহায্য পৌঁছে দিচ্ছেন মানবতার সকল সদস্যবৃন্দ।
এদিকে মানবতার এ সহায়তা পেয়ে হতদরিদ্র বহু পরিবার এর সঙ্গে সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া করেন এবং সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ প্রসঙ্গে মানবতার সমন্বয় কারক ফজলে রাব্বি বলেন, যারা আমাদেরকে অর্থায়ন, শ্রম ও মেধা দিয়ে সহায়তা করেছেন কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাদের প্রতি। এবং আমাদের সংগঠনের প্রতিটি সদস্যের প্রতি আমি কৃতজ্ঞ, তাদের অক্লান্ত পরিশ্রমেয় আজকের এই সংগঠন।
এছাড়াও, সর্বদা অসহায়ত্বের পাশে থাকার কথা জানিয়ে তিনি অতীতের মতো আগামীতে ও সকলকে পাশে থেকে উৎসাহিত এবং সহযোগিতা করার আহ্বান জানান।