টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া, 17 June 2022, 171 বার পড়া হয়েছে,

জাকারিয়াজাকির:আজ শুক্রবার তিন ঘণ্টা টানা বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়া শহরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। মনে হবে দেখলে সিলেটের কোন বন্যা কবলিত এলাকা ।আসলে বন্যা নয় এটা পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় এই জলাবদ্ধতা।
জুম্মার নামাজের পর থেকে টানা বৃষ্টির কারণে পুরো শহরে জনজীবন অচল হয়ে পড়ছে।
শহরের কালাই শ্রী পাড়া, আনন্দ বাজার রোড, পুরনো কোর্ট রোড, অন্নদাস্কুলের সামনে, পুরাতন জেল রোড, কাজীপাড়া দক্ষিণ মৌড়াইল সহ অধিকাংশ এলাকায় পানিবন্দি হয়ে পড়ে মানুষ।
মানুষজন বলতে থাকে কোথায় পৌর মাতা পৌর পিতা কেউ কি দেখার নাই? বিজ্ঞজনের মতে অপরিকল্পিত নগরায়ন ও জলাশয় ভরাট ড্রেনেজ ব্যবস্থার উন্নতি না হওয়ায় শহরের সৃষ্টি হয়েছে এই জলাবদ্ধতা এটা কোন বন্যা নয় এটা হল অব্যবস্থাপনার ফসল।
ব্রাহ্মণবাড়িয়াবাসীর আকুল আবেদন অচিরেই এই জলাবদ্ধতা কারণ খুঁজে বের করে পৌরসভা কর্তৃপক্ষ এর সুব্যবস্থা নিবে এবং অপরিকল্পিত নগরায়ন পুকুর জলাশয় ভরাট এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন।