ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে ট্রাকের চাপায় অটোরিকশা’র দুই যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়া, 22 October 2021, 512 বার পড়া হয়েছে,

জাকারিয়া জাকির : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ছতুরা শরীফ এলাকায় সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার দুই যাএী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা-সিলেট মহাসড়কে দূর্ঘটনায় নিহতরা হলেন,শিক্ষক মো. আব্দুল ওয়াহেদ (৩৫) ও নবীনগরের শিবপুর গ্রামের ওমর ফারুকের ১৩ মাস বয়সী শিশু মেয়ে হাবিবা। এসময় দুর্ঘটনায় অটোরিকশার আরো ৪যাএী আহত হয়েছেন। আহতরা হলেন, স্মৃতি বেগম (৩০), তামিমা (১৩), ওয়াফি (৫), রোকসানা আক্তার (৩৮)।

দূর্ঘটনায় আহত যাএী ও স্হানীয়রা জানান, মহাসড়কে সিএনজি অটোরিকশাটিকে বিপরীত দিক আসা একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পরে স্হানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে শিশু বাচ্চাসহ দুইজনকে মৃত ঘোষণা করে।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহজালাল আলম বলেন, সড়ক দূর্ঘটনায় সিএনজি অটোরিকশার নিহত দুইজনের মরদেহ জেলা সদরের মর্গে আছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে ।