গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1971193 বার পড়া হয়েছে,
শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকস টিম মাদক বিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করে ১৬ (ষোল) বোতল বিদেশী মদ সহ নিরেন্দ্র পাল (৩৪) নামের এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। মাদক কারবারী নিরেন্দ্র পাল সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার বদরপুর গ্রামের হিরেন্দ্র পালের ছেলে।
মঙ্গলবার ( ২৫ শে নভেম্বর ) ভোর ০৪ঃ ৫০ মিনিটের দিকে আশুগঞ্জ টোলপ্লাজা থেকে অভিযান চালিয়ে উল্লেখিত মাদকসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে। এ ব্যাপারে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল আলম জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্হান জিরো টলারেন্স। আটককৃত আসামীর বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।