
মো. আজহার উদ্দিন,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল, লুটপাট ও মারধরের অভিযোগ উঠেছে সৎ ভাই ও সৎ মায়ের বিরুদ্ধে।
গত মঙ্গলবার ( ১৫ জুলাই) সন্ধ্যায় আবারও অভিযোগকারী কাজী নাজমুল হাসান মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি নবীনগর থানায় পুনরায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগকারী কাজী নাজমুল হাসান দাবি করেছেন, দীর্ঘদিন ধরে তার পৈতৃক ২ একর জমি, তার ব্যক্তিগত ১৮ শতাংশ বিটেবাড়ি, পুকুর ও ঘরের মালামাল দখল করে রেখেছে তার সৎ ভাইয়েরা ও সৎ মা।
ভুক্তভোগী কাজী নাজমুল হাসান নবীনগরের রতনপুর ইউনিয়নের যশাতুয়া গ্রামের বাসিন্দা। তিনি বলেন, তার সৎ ভাই রতনপুর ইউনিয়ন ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী তারিকুল ইসলাম, রাজিউর রহমান তানভীর ও তাদের মা রিনা আক্তার দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কায়দায় সম্পত্তি দখল করে আছেন। “তারা শুধু জমিই নয়, আমার ঘরের আসবাবপত্রও লুট করে নিয়ে গেছে,” বলেন নাজমুল।
তিনি আরও বলেন, এ ঘটনার প্রেক্ষিতে তিনি গত ৫ ফেব্রুয়ারি নবীনগর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত ও সিনিয়র সহকারী জজ আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেন। এছাড়া থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন।
তবে এসব মামলা ও অভিযোগ সত্ত্বেও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ করে কাজী নাজমুল বলেন, “আমি ন্যায়বিচার পাচ্ছি না। পুলিশকে ম্যানেজ করে ফেলেছে তারা। এখনো আমাকে হুমকি দিচ্ছে, হামলা করছে। আমি জীবন নিয়ে শঙ্কায় আছি।”
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনূর ইসলাম জানান, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ভুক্তভোগী কাজী নাজমুল হাসান অভিযোগের সত্যতা যাচাই করে সঠিক তদন্ত ও দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।