আখাউড়ায় খরমপুর মাজারে আসা যুবকের পেট ব্যাথা, অবশেষে মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া, 11 August 2023, 222 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার খরমপুরে কল্লা শহীদের মাজারে আসা সাইফুল ইসলাম (২৮) নামের এক যুবক পেটে ব্যাথায় মারা গেছেন।
বুধবার (০৯ আগস্ট) রাতে জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পথে সে মৃত্যুবরণ করেন। তবে পুলিশ জানায়, মারা যাওয়া যুবকের নাম-পরিচয় সঠিক পাওয়া যায়নি। পরিচয় সনাক্ত করতে কাজ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন জানান, আখাউড়ায় বৃহস্পতিবার (১০ আগস্ট) থেকে খরমপুর কল্লা শহীদের মাজারে ওরস শুরু হবে। এই মাজারে আসা এক যুবক বুধবার রাতে পেটে ব্যাথা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। পরে তাকে জেলা হাসপাতালে প্রেরণ করা হলে পথিমধ্যে সে মারা যায়।

তিনি আরও জানান, হাসপাতালে নিয়ে আসা লোকজন তার নাম সাইফুল ইসলাম জানান। কিন্তু আমরা যাচাই-বাছাই করে দেখেছি তার নাম-পরিচয় সঠিক নয়। তার পরিচয় সনাক্ত করতে কাজ করে যাচ্ছে পিবিআই। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।