আন্দোলনের পাশাপাশি গত কয়েক মাস আগে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবরে স্মারক লিপি প্রদান করে জেলা নাগরিক ফোরাম।এরই প্রেক্ষিতে জেলা প্রশাসক গত মার্চ মাসের পাক্ষিক গোপনীয় প্রতিবেদনে ভিত্তিতে মন্ত্রীপরিষদ বিভাগ প্রধানমন্ত্রীর বরাবরে নাগরিক ফোরামের দাবী উপস্থাপন করেন।
মন্ত্রী পরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত চিঠিতে জেলা প্রশাসককে জানান,ব্রাহ্মণবাড়িয়াবাসীর রেল ভ্রমনের দুর্দশা লাঘবে ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রুটে একটি ট্রেন সার্ভিস চালুকরণ,বিজয় ও কালনী এক্সপ্রেসের ব্রাহ্মণবাড়িয়া ষ্টেশনে যাত্রাবিরতি এবং বিদ্যমান ট্রেন সমুহের আসন সংখ্যা বৃদ্বি করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্যে রেলপথ মন্ত্রনালয়কে নির্দেশনা দেয়ার জন্যে প্রধানমন্ত্রী সদয় অনুমোদন করেছেন।
নির্দেশনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে এর অগ্রগতি মন্ত্রীপরিষদ বিভাগকে অবহিত করার জন্যে রেলপথ সচিবকে নির্দেশ দেয়া হয়।
পাশাপাশি দ্রুত এই নির্দেশনা কার্যকরের দাবী জানিয়েছেন জেলা নাগরিক ফোরাম।