প্রধানমন্ত্রীর ঈদ উপহারে ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরামের অভিনন্দন ও কৃতজ্ঞতা

ব্রাহ্মণবাড়িয়া, 5 April 2023, 93 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : দীর্ঘদিন কয়েক বছর ধরে বিজয় ও কালনী এক্সপ্রেসের যাত্রাবিরতি এবং ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রুটে একটি আন্তঃনগর ট্রেন চালুর দাবীতে জেলা নাগরিক ফোরাম আন্দোলন করে আসছিল।

আন্দোলনের পাশাপাশি গত কয়েক মাস আগে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবরে স্মারক লিপি প্রদান করে জেলা নাগরিক ফোরাম।এরই প্রেক্ষিতে জেলা প্রশাসক গত মার্চ মাসের পাক্ষিক গোপনীয় প্রতিবেদনে ভিত্তিতে মন্ত্রীপরিষদ বিভাগ প্রধানমন্ত্রীর বরাবরে নাগরিক ফোরামের দাবী উপস্থাপন করেন।

মন্ত্রী পরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত চিঠিতে জেলা প্রশাসককে জানান,ব্রাহ্মণবাড়িয়াবাসীর রেল ভ্রমনের দুর্দশা লাঘবে ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রুটে একটি ট্রেন সার্ভিস চালুকরণ,বিজয় ও কালনী এক্সপ্রেসের ব্রাহ্মণবাড়িয়া ষ্টেশনে যাত্রাবিরতি এবং বিদ্যমান ট্রেন সমুহের আসন সংখ্যা বৃদ্বি করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্যে রেলপথ মন্ত্রনালয়কে নির্দেশনা দেয়ার জন্যে প্রধানমন্ত্রী সদয় অনুমোদন করেছেন।

নির্দেশনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে এর অগ্রগতি মন্ত্রীপরিষদ বিভাগকে অবহিত করার জন্যে রেলপথ সচিবকে নির্দেশ দেয়া হয়।

আসন্ন ঈদুল ফিতরের পূর্বে প্রধানমন্ত্রীর এমন নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্য এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্বা রতন কান্তি দত্তসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলমকেও নাগরিক ফোরামের পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

পাশাপাশি দ্রুত এই নির্দেশনা কার্যকরের দাবী জানিয়েছেন জেলা নাগরিক ফোরাম।