বৈশাখী শিল্পী গোষ্ঠী’র আয়োজনে বসন্ত বরণ উদযাপন

ব্রাহ্মণবাড়িয়া, 15 February 2023, 140 বার পড়া হয়েছে,

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী শিল্পী গোষ্ঠী’র আয়োজনে বসন্ত বরণ ও বিশ্ব ভালবাসা দিবস উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া টেংকের পাড়স্থ পৌর কমিউনিটি সেন্টারের সামনে এ বসন্ত বরণ ও বিশ্ব ভালবাসা দিবস উদযাপন করা হয়।

এতে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মিজান আনছারী, দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সাবেক সাধারণ সম্পাদক কবি আব্দুল হান্নান সরকার, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমীর পরিচালক বীর মুক্তিযোদ্ধা ওয়াছেল সিদ্দিকী, তিতাস বার্তার সম্পাদক এম এ মতিন সানু, জেলা নাগরিক ফোরামের সহ-সভাপতি আতাউর রহমান শাহীন, সাপ্তাহিক অগ্রধাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ ফরিদ, পথিক টিভির চেয়ারম্যান লিটন হোসাইন জিহাদ, পিস ভিশন এর সভাপতি এড. শেখ জাহাঙ্গীর, সোনালি সকালের সভাপতি ফাহিম মুনতাসির, প্রাইমারী ভিশন ব্রাহ্মণবাড়িয়ার সত্ত্বাধিকারী আলমগির কবির, পৌর কমিউনিটি সেন্টারের পরিচালক বিল্লাল মিয়া, জেলা পরিষদের সিনিয়র সহ-সভাপতি সামসুল আলম বাবু, অংকুর শিশু কিশোর সংগঠনের প্রতিষ্ঠাতা আনিসুল হক রিপন, প্রাউড অব ব্রাহ্মণবাড়িয়ার কর্ণধার কোহিনূর আক্তার প্রিয়া, যুবলীগ নেতা এমরান হোসেন মাসুদ, বৈশাখী শিল্পী গোষ্ঠীর সহ-সভাপতি বিশিষ্ট কৌতুক অভিনেতা জাকির হুসেন রাজা প্রমূখ।

সার্বিক পরিচালনায় ছিলেন, বৈশাখী শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ হোসেন। সার্বিক সহযোগীতায় ছিলেন, বৈশাখী শিল্পী গোষ্ঠীর উপদেষ্টা মোস্তাক আহমেদ খোকন, সাধারণ সম্পাদক মো. আনিছুল হক, সাংগঠনিক সম্পাদক আদিত্ব্য কামাল, যুব মহিলা সম্পাদিকা রোমানা আক্তার শ্যামলী, বৈশাখী শিল্পী গোষ্ঠীর ক্রীড়া সম্পাদক সাথী সরকার।

আবৃতি পরিবেশনে ছিলেন, আবরণী আবৃতি চর্চা কেন্দ্র এর প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুর রহমান পারভেজ ও তার সহধর্মিণী শারমিন আক্তার সহ তার দল।

সঙ্গীত পরিবেশন করেন, আনিসুল হক রিপন, জয়নাল আবেদীন, মোহাম্মদ হোসেন, সাথী সরকার, অনন্যা ও সূচনা। নৃত্য পরিবেশন করেন, মো. হোসাইন জয়।
যন্ত্র সঙ্গীতে ছিলেন, কিবোর্ড আব্দুর রহিম, গিটার দেবাশীষ দেবু, অক্টোপ্যাড প্রশান্ত, পাকেষ্টার নাল স্বপন, তবলা জাকির হোসেন রাজা।

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন, নান্দনিক উপস্থাপক আব্দুল মতিন শিপন।