গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1122957 বার পড়া হয়েছে,
শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে ভাদুঘর বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মীকে ব্যাগসহ ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে জড়ো হতে দেখা যায়।
শনিবার কুমিল্লা নগরীর টাউন হল মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জানান, মহানগর, কর্ণফুলী, চট্টলা এক্সপ্রেস’সহ সবগুলো ট্রেনে অন্যদিনের চেয়ে বেশি যাত্রী ছিল আজ শুক্রবার।
ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর থেকে আসা শামীম আহমেদ বলেন, ‘২০ বছর ধরে বিএনপিকে ভালোবাসি। দলের এই সময়ে না আসলে হয় না।
শামীমের মতো শত শত বিএনপির নেতা কর্মীকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে জটলা করতে দেখা গেছে।
২০১৪ সালের ২৯ নভেম্বর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কুমিল্লা নগরীর টাউন হল মাঠে সবশেষ সমাবেশ করেন। ৮ বছর পর শনিবার একই মাঠে আবারও সমাবেশ করবে বিএনপি।