ব্রাহ্মণবাড়িয়ায় ১৭ কেজি গাঁজা, ১৫ বোতল বিদেশী মদ ও মাদক বিক্রির নগদ ২২ হাজার ১ শত টাকাসহ ৭ মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সদস্যরা। গত সোমবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের জেলার আশুগঞ্জ উপজেলার বগইর বাসষ্ট্যান্ড ও কসবা উপজেলার বালিয়াহুড়া গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কসবা উপজেলার নয়নপুর গ্রামের শিবু চন্দ্র বর্মন (৩৫),একই উপজেলার চারুয়া উত্তরপাড়ার মেঘনা আক্তার (১৯), কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলার বাইয়ারা গ্রামের কামরুন্নাহার (২২), একই জেলার সদর উপজেলার চাঙ্গিনী দক্ষিণপাড়া গ্রামের চাঁদনী আক্তার (২০), কসবা উপজেলার বায়েক ইউনিয়নের বালিয়াহুড়া গ্রামের আল আমিন (২৮) ও তার স্ত্রী নাছিমা আক্তার (২৬)।
এ ঘটনায় আশুগঞ্জ ও কসবা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারি পরিচালক মিজানুর রহমানের নেতৃত্বে সোমবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার বগইর এলাকায় ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাসে তল্লাশী চালিয়ে ৫ কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী এবং পৃথক সময়ে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের বালিয়াহুড়া গ্রামের আল আমিন ও আবুল হাসেমের ঘরে তল্লাশি করে ১২ কেজি গাঁজা, ১৫ বোতল বিদেশী মদ মাদক বিক্রির ২২ হাজার ১শত টাকাসহ মাদক ব্যবসায়ী দম্পতিতে গ্রেফতার করা হয়।