সাম্রদায়িকতা বিরোধী দিবসের ডাকে সারাদেশে পূজামন্ডপ, মন্দিরে বর্বর হামলার প্রতিবাদে ও জননিরাপত্তার দাবীতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ৬ নভেম্বর শনিবার বেলা ১১ টায় প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ওয়ার্কার্স পার্টি। জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড অ্যাড.কাজী মাসুদ আহমেদ এর সভাপতিত্বে এবং জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য কমরেড নজরুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড আবু সাঈদ খান, জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য কমরেড মো.নাসির মিয়া, জেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি সামসুল আলম, জেলা নারী মুক্তি সংসদের সভাপতি কমরেড ফজিলাতুন্নাহার, সাধারণ সম্পাদক খালেদা মুন্নী, সাংগঠনিক সম্পাদক কোহিনূর আক্তার প্রিয়া। জেলা যুব মৈত্রীর আহ্বায়ক কমরেড অ্যাড.মো.নাসির, সদস্য সচিব কমরেড ফরহাদুল ইসলাম পারভেজ, জেলা ছাত্র মৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসির ও জেলা ছাত্র মৈত্রী নেতা মুহয়ী শারদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বাংলাদেশ সহ ভারতের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন মহান মুক্তিযুদ্ধের অর্জন অসাম্প্রদায়িক চেতনা। অসাম্প্রদায়িক গনতান্ত্রিক বাংলাদেশের ধারা অব্যাহত রাখতে ৭২’র সংবিধান পুনঃ প্রবর্তন করতে হবে।
বক্তারারা আরো বলেন মৌলবাদী গোষ্ঠী সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চাচ্ছে। মৌলবাদী গোষ্ঠী ও অপশক্তির বিরুদ্ধে সকলকে রুখে দাড়াঁতে হবে। এছাড়া আজ জালানী তেলের মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্যর উর্ধ্বগতিতে জনজীবন চরম বিপর্যস্ত। অবিলম্বে জালানী তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার করে দ্রব্যমূল্যর উর্ধ্বগতি রোধ করে জনজীবনে স্বাভাবিক অবস্হা ফিরিয়ে আনতে হবে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।