মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় সুস্বাস্থের জন্য পুষ্টি বিষয়ক ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বুধবার (৩ ডিসেম্বর) শেষ হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিলনায়তনে আয়োজিত কর্মশালার উদ্ধোধন করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচাল মোস্তফা এমরান হোসেন। কৃষি অফিসের সহায়তায় কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্ট ও খাদ্য নিরাপত্তা জোরদারকরন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কর্মশালায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা, শিক্ষক, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা সহ বিভন্ন শ্রণী পেশার ৩০ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহণ করে। এতে পুষ্টি ও খাদ্য নিরাপত্তার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ধিক তুলে ধরেন বারটানের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শরিফুল ইসলাম।