প্যারিসের ‘সাদা মনের মানুষ ‘জামাল ভাই’ – এইচ,এম জাকারিয়া 

প্রবাসী খবর, 25 November 2025, 49 বার পড়া হয়েছে,
প্রবাসী প্রতিবেদক : প্রবাস জীবন মানেই সংগ্রাম, আর এই সংগ্রামের মাঝে কিছু মানুষ নিজেদের উজাড় করে দেন কেবল অন্যের মুখে হাসি ফোটাতে। ফ্রান্সের রাজধানী প্যারিসে এমনই এক বিরল ব্যক্তিত্বের খোঁজ মেলে—তিনি হলেন ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরের কৃতি সন্তান জামাল ভাই, যিনি প্রবাসীদের কাছে ‘প্যারিসের সাদা মনের মানুষ’ হিসেবে সুপরিচিত।
​জামাল ভাই শুধু একজন ভদ্র ও সুশিক্ষিত মানুষই নন, তিনি একজন নিবেদিতপ্রাণ সমাজসেবী। নিজের ব্যক্তিগত প্রয়োজনকে দূরে ঠেলে, তিনি দল-মত নির্বিশেষে সকল প্রবাসীর পাশে ছুটে চলেন। প্রবাস জীবনের বিভিন্ন চড়াই-উতরাইয়ে তাঁর সক্রিয় ভূমিকা তাঁকে সকলের কাছে অত্যন্ত প্রিয় করে তুলেছে।
 প্রবাসীদের যেকোনো অসুস্থতা বা বিপদে জামাল ভাই প্রথম সহায়ক হিসেবে এগিয়ে আসেন। ভাষা-জনিত সমস্যার কারণে কেউ হাসপাতালে বা জরুরি প্রয়োজনে সমস্যায় পড়লে তিনি হাসিমুখে দোভাষী (Interpreter) হিসেবে কাজ করেন। নতুন প্রবাসীদের কাগজপত্র সংক্রান্ত সমস্যা সমাধানে তিনি যথাসাধ্য চেষ্টা করেন, যা প্রবাসে পা রাখা মানুষের জন্য এক বিশাল নির্ভরতা। প্রবাসীদের পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানেও তাঁর আন্তরিক অংশগ্রহণ এবং অবদান অনস্বীকার্য।
​প্রবাসে সময় অত্যন্ত মূল্যবান, আর জামাল ভাই সেই মূল্যবান সময়টুকু ব্যয় করেন কেবল প্রবাসী বাঙালিদের কল্যাণে। তাঁর কাছে নেই কোনো দলীয় বা ধর্মীয় ভেদাভেদ। তিনি সকল ধর্ম-বর্ণের মানুষকে আপন মনে সেবা করে যান।
​বর্তমানে তিনি বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এই প্ল্যাটফর্ম থেকেও তাঁর সমাজসেবামূলক কাজ আরও গতি পেয়েছে। বিশেষ করে ফ্রান্সে সদ্য আসা প্রবাসীদের আবাসন ও খাদ্যের ব্যবস্থা করতে তিনি সাহায্য করেন। কীভাবে একজন নতুন প্রবাসী বৈধভাবে ফ্রান্সে বসবাস করতে পারবে, সে বিষয়েও তিনি প্রয়োজনীয় সহায়তা ও পরামর্শ দিয়ে থাকেন।
​প্রবাস জীবনের জটিলতা ও ব্যস্ততার মধ্যেও জামাল ভাইয়ের মতো এমন সাদামাটা, নিঃস্বার্থ ও নিবেদিতপ্রাণ মানুষ সত্যিই বিরল। তাঁর নিরন্তর প্রচেষ্টা এবং মানবিক গুণাবলীর কারণেই তিনি সকলের কাছে একবাক্যে ‘ভালো মানুষ’ তথা ‘সাদা মনের মানুষ’ হিসেবে আখ্যায়িত। ব্রাহ্মণবাড়িয়াবাসীর জন্য তিনি সত্যিই এক অহংকার।