প্রিয় শিক্ষক সম্মাননায় সম্মানিত পারভীন আক্তার

ব্রাহ্মণবাড়িয়া, 5 October 2025, 58 বার পড়া হয়েছে,

নিজস্ব প্রতিবেদক : চার দশকের বেশি সময় ধরে শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২৫’-এ ভূষিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া গভ. মডেল গার্লস হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক জনাব পারভীন আক্তার।

শনিবার, ৪ অক্টোবর ২০২৫, বিকেল ৪টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

জনাব পারভীন আক্তার ১৯৮১ সালে শিক্ষকতা পেশায় যোগ দেন। দীর্ঘ ৪১ বছরের কর্মজীবনে তিনি শুধু শিক্ষকই ছিলেন না, ছিলেন একজন দক্ষ সংগঠক, প্রশিক্ষক ও পথপ্রদর্শক। তাঁর তত্ত্বাবধানে বিদ্যালয়ের ছাত্রী দল স্থানীয় ও আঞ্চলিক পর্যায় অতিক্রম করে বহুবার জাতীয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সফলতা অর্জন করে।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০২২ সালের ৯ জুন প্রধান শিক্ষক পদে পদোন্নতি পান। ১৫ ডিসেম্বর ২০২২ ছিল তাঁর শেষ কর্মদিবস।

অবসর গ্রহণের সময় জেলা প্রশাসনের উদ্যোগে তাঁকে দেওয়া হয় আনুষ্ঠানিক বিদায়ী সংবর্ধনা—যা ছিল ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কোনো প্রধান শিক্ষককে দেওয়া প্রথম সংবর্ধনা।

পারভীন আক্তারের শিক্ষাজীবন শুরু হয় ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি বিএ, বিপিএড ও বি.এড ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিনি প্রবাসী ব্যবসায়ী এ এস এম বাদলের সহধর্মিণী। তাঁদের তিন কন্যা ও এক পুত্রসন্তান রয়েছেন, যারা দেশ-বিদেশে শিক্ষিত ও প্রতিষ্ঠিত।

বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এ সম্মাননাকে অত্যন্ত গর্বের বিষয় হিসেবে দেখছেন।