
শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের ঐতিহ্যবাহী নোঁয়াগাও উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ২০২৫ সালের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বিদ্যালয়ের নিজস্ব স্কুল প্রাঙ্গনে সকাল ১১ টায় এ আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র আরিয়ান আহমেদের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কবীর উদ্দিনের উপস্হাপনায় ও নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল হাফেজের সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ের সাবেক ক্রীড়া সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ জসিম উদ্দিন,নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তফাজ্জল আলী,সম্মানীত অতিথি হিসেবে আরও উপস্হিত ছিলেন,কাইতলা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সমাজ সেবক মোঃ হেলাল উদ্দিন,গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ঢাকার সার্ভিস হোল্ডার মোঃ জাহাঙ্গীর আলম স্বপন,কাইতলা উত্তর ইউনিয়ন ৭নং ওয়ার্ডের মেম্বার মোঃ আবু জামাল, কাইতলা উত্তর ইউনিয়ন ৮নং ওয়ার্ডের মেম্বার মোঃ সেলিম মিয়া,কাইতলা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন দুলাল,জেলা সেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক হাজী সালেহ আহমেদ, নোয়াগাঁও চকবাজার কমিটির সভাপতি মোঃ জিতু মুন্সী,নোয়াগাঁও চকবাজার কমিটির সাধারণ সম্পাদক বিএনপি নেতা আব্দুস সাত্তার, নবীনগর উপজেলা যুবদল নেতা মোঃ তোফাজ্জল হোসেন,কাইতলা উত্তর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক সভাপতি মোঃ মজিবুর রহমান,কাইতলা উত্তর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোঃ মহরম আলী মাস্টার, জামায়াতে ইসলামী নবীনগর উপজেলার সাবেক কর্মপরিষদ সদস্য মোঃ আব্দুল হান্নান,কাইতলা উত্তর ইউনিয়ন বিএনপি নেতা শিরন মাস্টার, অত্র স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, সুশীল সমাজে নানা শ্রেনী পেশার মানুষসহ প্রমুখ। অনুষ্টানে আগত অতিথিবৃন্দরা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্র-ছাত্রীদের উদ্দ্যেশ্যে বলেন,তোমরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ,এ দেশ ও জাতির কল্যাণ্যে নিবেদিতভাবে কাজ করতে হলে তোমাদের মনোযোগ দিয়ে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে নিজেকে গড়ে তুলতে হবে।এ ছাড়া এর আর কোন বিকল্প নেই। মনে রাখবা যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি ততো বেশি উন্নত।তোমরা ভবিষ্যতে অত্র স্কুলের শিক্ষার্থী হিসেবে যেমন স্কুলের সুনাম বৃদ্ধি করবে পাশাপাশি পরিবারের সমাজের তথা গোটা দেশের মুখ উজ্জল করবে বলেও আমরা মনে প্রানে বিশ্বাস করি। তারা সকলে শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করার প্রতি তাগিদ দেন। পরবর্তীতে স্কুলের পক্ষ থেকে মঞ্চে আগত সকল অতিথিবৃন্দদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দিয়ে তাদের সবাইকে সম্মান জানানো হয়। অতঃপর আগত অতিথিরা বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীদের মাঝে ভিন্ন ভিন্ন ইভেন্টে প্রথম দ্বিতীয় ও তৃতীয় হিসেবে কৃতকার্য হওয়ায় তাদের হাতে স্কুলের পক্ষ থেকে পুরস্কার তুলে দেন।