ভাংতি টাকাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ অন্তত ১০ জন আহত

ব্রাহ্মণবাড়িয়া, 4 April 2025, 7 বার পড়া হয়েছে,

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ভাংতি টাকাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার সলিমগঞ্জ-বাড্ডা ও বাড়াইল গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় বাড়াইলের আনোয়ার হোসেন, ইসাক মিয়া ও বাড্ডা গ্রামের সোহাগ মিয়া, শাহিন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা যায়, বৃহস্পতিবার বিকালে সলিমগঞ্জ বাজারের এক দোকানদারের সঙ্গে ইসাক মিয়া নামের বাড্ডা গ্রামের এক যুবকের ভাংতি টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় বাড্ডা গ্রামের লোকজন অতর্কিত হামলা করে বাড়াইল গ্রামের ছোট্ট মিয়ার বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

এ সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।

খবর পেয়ে নবীনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তবে পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়। পরবর্তীতে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে যৌথ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।