চাঁদাবাজির মিথ্যা অভিযোগ দায়েরের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়া, 5 January 2025, 27 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া: চাঁদাবাজির মিথ্যা অভিযোগ দায়েরের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ সম্মেলন করেছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
শহরের ভাদুঘর বাস টার্মিনালে সংগঠনের মিলনায়তনে  সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম সাহেদের করা অভিযোগের প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সংগঠনের সভাপতি হাজী মোঃ সেলিম তার লিখিত বক্তব্যে বলেন সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম সাহেদ নির্বাচিত হওয়ার  কিছুদিন পর থেকেই আর্থিক বিষযসমূহ তার একক নিয়ন্ত্রনে নিতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করা শুরু করেন। সম্প্রতি ৩০ ডিসেম্বর সংগঠনের গঠনতন্ত্র ও নির্বাচিত কমিটিকে পাশ কাটিয়ে সড়ক শ্রমিকদের থেকে আহরিত চাঁদা নিজের আয়ত্বে নিতে পহেলা জানুয়ারি থেকে চাদার টাকা কোষাধ্যক্ষকে বাদ দিয়ে কার্যকরী পরিষদ সদস্য মোঃ বাবুল মিয়ার নিকট জমা দিতে সংগঠনের সদস্যদের চিঠি দেয় সাহেদ। এছাড়া ও  উক্ত চিঠিতে কৌশলে ভূল বুঝিয়ে  সভাপতি হাজী মোঃ সেলিমের স্বাক্ষরও নেয় সাহেদ। পরদিন সংগঠন কর্তৃক চাঁদা আদায়ের দায়িত্বপ্রাপ্ত কোষাধ্যক্ষ মো: মিজানুর রহমান খানসহ বাকি ৪ জনকে অব্যাহতির চিঠি দেন সাহেদ।এছাড়া ও  তার বিরুদ্ধে ইতোপূর্বেও বিভিন্ন অনিয়মের  অভিযোগ উঠেছে। এরই ধারাবাহিকতায় গত ২রা জানুয়ারি সংগঠনের ১৭ সদস্যের মধ্যে ১৪ জন সাধারণ সম্পাদক সাহেদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব অনুমোদন করে। এতে সাহেদ ক্ষিপ্ত হয়ে গত ৩রা জানুয়ারি  সংগঠনের সদস্যদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় চাঁদাবাজির মিথ্যা অভিযোগ দায়ের করে।
সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ মিথ্যা অভিযোগের প্রতিবাদ জানান। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, কার্যকরী সভাপতি মোঃ তোরাব আলি, সভাপতি মোঃ মাহফুজ মিয়া ও হাবিবুর রহমান প্রমূখ।