আটক ছিনতাইকারীরা হলেন, জেলা শহরের মেড্ডা এলাকার আব্দুল আজিজের ছেলে জাবেদ (৩৫) ও কাউতুলী এলাকার মোশাররফ হোসেনের ছেলে আনাস (১৯)। এরমধ্যে গণপিটুনিতে জাবেদের পা ভেঙে গেছে।
পিকআপ চালজের বরাত দিয়ে সদর মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এস.আই) ইব্রাহীম হোসেন জানান, একটি পিকআপ ঢাকা থেকে মালামাল নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আসেন। কসবা থেকে ঢাকায় ফেরার পথে পেছন থেকে মোটরসাইকেল নিয়ে উজানিসার এলাকায় তিনজন ছেলে পিকআপটির গতিরোধ করেন। এরমধ্যে দুইজন পিকআপের দুইপাশে দাঁড়িয়ে পিস্তল ধরে পকেটে থাকা ৫হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। বিষয়টি সড়কে চলাচলকারি সিএনজিসহ অন্যান্য যানবাহনের চালক ও যাত্রীদের নজরে আসে। তারা গ্রামবাসীকে নিয়ে ছিনতাইকারীদের ধাওয়া করলে একজন পালিয়ে যায়। বাকী দুইজনকে আটক করে গণপিটুনি দিলে এতে একজনের পা ভেঙে যায়। পরে পুলিশকে খবর দিয়ে দুইজনকে হস্তান্তর করা হয়।
তিনি আরও জানান, চালকের ভাষ্যমতে যে পিস্তলের কথা বলা হচ্ছে, এমন কিছু তাদের কাছে পাওয়া যায়নি। দুইজনকে আহতবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক দুই ছিনতাইকারী নিজেদের নাম- ঠিকানা সঠিক বলছে বলে মনে হচ্ছে না। আমরা তাদের নাম-পরিচয় যাচাই করছি। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।