নবীনগরে ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার

ব্রাহ্মণবাড়িয়া, 29 November 2021, 415 বার পড়া হয়েছে,

৩য় ধাপে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ১৩টি ইউনিয়নে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৩চলে ভোট গ্রহণ। এরমধ্যে উপজেলার বড়িকান্দি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ায় শুধু মাত্র সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয় এই ইউনিয়নে।

নির্বাচন অনুষ্ঠিত হওয়া উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ৪টিতে আওয়ামী লীগ ও বাকী ৮টিতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছে।

ফলাফল অনুযায়ী বীরগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিক প্রার্থী আনোয়ার ৫ হাজার ২৮৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন, তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী কবির আহমেদ ঘোড়া প্রতিকে পেয়েছেন ৩হাজার ৯৭৪ ভোট। নবীনগর পূর্ব ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হেলাল উদ্দিন চশমা প্রতিকে ৩হাজার ২১৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী আব্দুল্লাহ আল মামুন পেয়েছেন ১ হাজার ৮৭৯ ভোট৷ নবীনগর পশ্চিম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নূর আলম আনারস প্রতিকে ৫হাজার ৪১ ভোট পেয়ে জয়লাভ করেছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ফিরোজ আলম পেয়েছেন ৪হাজার ৫৯ ভোট। রসুল্লাহবাদ পূর্ব ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী খন্দকার মনির হোসেন আনারস প্রতিকে ৫হাজার ৮৯৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলী আকবর নৌকা প্রতিকে পেয়েছেন ৩হাজার ৩৯৩ ভোট। শ্রীরামপুর পূর্ব ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জাকি উদ্দিন ঘোড়া প্রতিকে ৩ হাজার ৩১৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিকে রিজিক সরকার পেয়েছেন ২হাজার ২৮০ ভোট। জিনোদপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী রবিউল্লাহ আনারস প্রতিকে ৫হাজার ১২৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত আব্দুর রুফ নৌকা প্রতিকে পেয়েছেন ৪ হাজার ২৭৪ ভোট। লাউর ফতেহপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম ঘোড়া প্রতিকে ৩হাজার ৯৩৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মালু মিয়া মোটরসাইকেল প্রতিকে পেয়েছেন ৩হাজার ৪০১ ভোট। সাতমোড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী জসিম উদ্দিন আহমেদ ৩হাজার ৯৬৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহজাহান আনারস প্রতিকে পেয়েছেন ১হাজার ১৬ ভোট। ইব্রাহীমপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী আবু মুছা ৪হাজার ৩২৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নোমান চৌধুরী আনারস প্রতিকে পেয়েছেন ২হাজার ৫৫০ ভোট। সলিমগঞ্জ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আশিকুর রহমান সোহেল আনারস প্রতিকে ৪হাজার ৭৭২ ভোট পেয়ে জয়লাভ করেছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকে মইনুল হক সিকদার পেয়েছেন ৩হাজার ৬০৬ ভোট। রতনপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা মারুফ আনারস প্রতিকে ৬হাজার ৭২৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সৈয়দ জাহিদ হোসেন নৌকা প্রতিকে পেয়েছেন ৬হাজার ৩৭৮ ভোট। শ্যামগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামসুজ্জামান খান নৌকা প্রতিকে ৬হাজার ১৬৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাহজাহান সিরাজ আনারস প্রতিকে পেয়েছেন ৩হাজার ৫৩৩ ভোট।